মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০১

বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী অস্ট্রেলিয়া

বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী অস্ট্রেলিয়া

শীর্ষবিন্দু নিউজ: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত মেজর জেনারেল (অব.) জিন মোলান বলেছেন, বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নেওয়া হবে। সোমবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত ।

তিনি জানান, প্রতি বছর অস্ট্রেলিয়ায় বিভিন্ন দেশ থেকে ৫০ হাজার শ্রমিক নেওয়া হয়। বাংলাদেশ যদি সব শর্ত পূরণ করতে পারে তবে বাংলাদেশ থেকেও দক্ষ শ্রমিক নেওয়া হবে। তিনি বাংলাদেশ থেকে বৈধ উপায়ে দক্ষ শ্রমিক নেওয়ার কথাও জানান প্রবাসীকল্যাণ মন্ত্রীকে।

জিন মোলান বলেন, নৌকায় চড়ে অবৈধ উপায়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেই তাদেরকে ধরে পাপুয়া নিউগিনিসহ পাশ্ববর্তী দ্বীপগুলোতে পাঠানো হবে। এর মধ্যে বাংলাদেশিরাও আছেন। তবে সংখ্যায় অনেক দেশের তুলনায় কম। এ বার্তা দিতেই তিনি বাংলাদেশে এসেছেন। কোনো এজেন্ট যদি অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের ক্ষেত্রে লোভ দেখান, তাহলেও তা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মোলান।

জিন মোলান বলেন, অনেক দেশ থেকেই নৌকায় চড়ে ‍অভিবাসীরা অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করছেন। বিশেষ করে নৌকার মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে যারা অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশ করেন তার সরকার তাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তাদেরকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হবে না।

মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধ অভিবাসীর বিষয়ে বাংলাদেশ সরকারের স্পষ্ট অবস্থানের কথা আমরা তাকে জানিয়েছি। এমনকি অবৈধ অভিবাসন সহায়তাকারীকে ১০ দশ বছর শাস্তির ব্যবস্থা রেখেছে বাংলাদেশ সরকার। তারা এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। শ্রমিকদের দক্ষ করতে ৭১টি ট্রেনিং সেন্টার রয়েছে সে বিষয়েও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূতকে জানিয়েছেন মন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025