বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩৬

নিখোঁজ উড়োজাহাজের আরও ১২২ ধ্বংসাবশেষ চিহ্ন শনাক্ত

নিখোঁজ উড়োজাহাজের আরও ১২২ ধ্বংসাবশেষ চিহ্ন শনাক্ত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের আরও ১২২ ধ্বংসাবশেষ চিহ্ন শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার অস্থায়ী পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হোসাইন। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সংবাদ সম্মেলনে বলেন, এমএইচ ৩৭০ ফ্লাইটটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউ জীবিত নেই।

পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হোসাইন বলেছেন, ২৩ মার্চ উপগ্রহে চিত্রে ধরা পড়া ধ্বংসাবশেষ চিহ্নগুলো দৈর্ঘ্যে ৭৫ ফুট হতে পারে। ২৩৯ আরোহীবাহী এমএইচ ৩৭০ ফ্লাইটটি বিধ্বস্তের খবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানানোর দুদিন পরেই এ তথ্য জানালেন হিশামউদ্দিন হোসাইন।

অবশেষে ২০ মার্চ অস্ট্রেলিয়া দাবি করে, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার দূরে তারা দুটি বস্তু দেখতে পেয়েছে। এ বস্তু দুটিকে উড়োজাহাজ বিধ্বস্তের ধ্বংসাবশেষ হিসেবে মনে করা হয়। পরে মালয়েশিয়াও ওই দুটি বস্তুকে উড়োজাহাজের ধ্বংসাবশেষ হিসেবে জানায়।

৮ মার্চ দিবাগত রাতে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ছাড়ে এমএইচ ৩৭০। কিন্তু উড্ডয়নে ঘণ্টা খানেকের মধ্যে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ১৪ দেশের নাগরিকবাহী উড়োজাহাজটি। এরপর উড়োজাহাজের সন্ধানে দক্ষিণ চীন সাগর, মালাক্কা প্রণালীতে অভিযান চালানো হয়। জল পথের পাশাপাশি স্থলেও অভিযান চলে। ২৫টির বেশি দেশ অভিযানে অংশ নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025