সুমন আহমেদ: ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, নেট ইমিগ্র্যাশন ২০,০০০ পর্যন্ত কমিয়ে আনার লক্ষ্যে হোম অফিস ভিসা সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে। এখন পর্যন্ত কোম্পানি ভিসায় বা ইন্টার কোম্পানি ট্রান্সফার ভিসা ১২ মাস পর্যন্ত হয়ে থাকে। এক সংবাদে থেরেসা মে জানিয়েছেন ব্রিটেন ওয়েলথি ব্যবসায়ীদের জন্য নতুন ভিআইপি ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে। প্রাথমিক ভাবে টেস্ট কেস হিসেবে ১০০ জন ধনী ব্যবসায়ীকে ব্রিটেনে আমন্ত্রণ জানানো হবে নতুন এই স্মোত এন্ট্রি সিস্টেমে।
বহুল প্রতিক্ষিত রোমানিয়া ও বুলগেরিয়ার জনগণ ব্রিটেনে আসার সুবাধে মাইগ্র্যাশন ১৬৬ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে ৯০০০ থেকে ২৪০০০ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। বিগত ১২ বারো ব্রিটেনের মাইগ্র্যাশনের সংখ্যা যেখানে ছিলো ১৫৪,০০০, তা বৃদ্ধি পেয়ে গত বছরে এসেছে ২১২,০০০। হোম অফিসের মতে কোম্পানি ভিসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই ভিসা সিস্টেমের অপব্যবহারের প্রেক্ষিতেই ব্রিটেন এখন এই ভিসা সিস্টেম পরিবর্তন আনার কথা বলছে।
ফাইন্যান্সিয়াল টাইমস এই সংবাদ দিয়ে জানিয়েছে, হোম অফিস এই সিস্টেম কমিয়ে ১ দিন থেকে ১২ মাসের ভিতরে নিয়ে আসার চিন্তা ভাবনা করছে। তাতে তারা ব্রিটেনের ইমিগ্রেশন ২০০০০ পর্যন্ত কমাতে পারবে, যা বছরে টোটাল ইমিগ্র্যাশন স্ট্যাটিস্টিকের সাথে কাউন্ট হবেনা। ডেভিড ক্যামেরুন ও থেরেসা মে কন্টিনিউ সমালোচনার মুখে প্রেসারের মধ্যে আছেন, যাতে তারা বলেছেন আগামী ২০১৫ সালের মধ্যে মাইগ্র্যাশনের সংখ্যা দশ হাজার কমিয়ে আনার। গত ফেব্রুয়ারিতে স্ট্যাটিস্টিকে দেখা গেছে নেট মাইগ্র্যাশনের সংখ্যা গত বছরের ২০১২,০০০ থেকে আরো তিন ভাগ বৃদ্ধি পেয়েছে।