বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:২৫

কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভারতীয় ৫ ক্রু

কার্গো বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভারতীয় ৫ ক্রু

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তাতে থাকা পাঁচ ক্রু নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় আগ্রা থেকে উড্ডয়নের পর মধ্য প্রদেশের একটি বিরাণ ভূমিতে বিধ্বস্ত হয়। ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র জেরার্ড গলওয়ে জানান, যুক্তরাষ্ট্রের তৈরি সি-১৩০জে হারকিউলিস নামে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে পাঁচ ক্রুর সবাই নিহত হন। বেশ কয়েকটি দুর্ঘটনার নৈতিক দায় স্বীকার করে গতমাসেই ভারতীয় বিমান বাহিনীর প্রধান পদত্যাগের পর শুক্রবারের এই দুর্ঘটনা দেশের সশস্ত্র বাহিনীর দু্র্বল নিরাপত্তা ব্যবস্থার প্রতি ইঙ্গিত দেয়। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ২০১২ সালে লোকসভায় জানান, ৮৭২টি মিগ বিমানের বহরের প্রায় অর্ধেকের বেশি বিধ্বস্ত হয়ে ১৭১ জন জন পাইলটের মৃত্যু হয়েছে।

লকহিড মার্টিন করপোরেশনের তৈরি ওই প্রশিক্ষণ বিমান ২০১১ সালে ৯৬ দশমিক ২ কোটি ডলারের বিনিময়ে কেনা ছয়টি উড়োজাহাজের অন্যতম। রাশিয়ার তৈরি মিগ-২১ সিরিজের একাধিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিপর্যস্ত ভারতীয় বিমান বাহিনীর হারকিউলিস উড়োজাহাজের বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025