শীর্ষবিন্দু নিউজ: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাতের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮টার পর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি চলে রাত ১০টা পর্যন্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা ও বাংলা গানের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। গানে গানে তিনি আগত শ্রোতাদের মুগ্ধ করে রাখেন।
শুরুতেই গানেরই খাতায় স্বরলিপি লিখে….বিখ্যাত এই গানের সূরে হলজুড়ে নিরাবতা নেমে আসে। সবারই মনোযোগ স্টেজে থাকা রুনা লায়লা ও তার গানের দিকে। গান শেষ হওয়া মাত্রই করতালিতে কেঁপে উঠে পুরো হল। এরপর আবারও শুরু হয়- এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা। আবারও দর্শকরা উচ্ছসিত।
জনপ্রিয় উপস্থাপিকা মুনমুনের উপস্থাপনায় র্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের উপর আলোকচিত্র ও নাটক প্রদর্শিত হয়। এছাড়াও তরুণ প্রজন্মের দু’জন শিল্পি কোনাল ও বালাম জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মন জয় করেন।
র্যাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক ছাড়াও মন্ত্রী, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।