মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫১

জমকালো অনুষ্ঠানে র‌্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জমকালো অনুষ্ঠানে র‌্যাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শীর্ষবিন্দু নিউজ: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাতের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮টার পর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানটি চলে রাত ১০টা পর্যন্ত।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা ও বাংলা গানের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। গানে গানে তিনি আগত শ্রোতাদের মুগ্ধ করে রাখেন।
RAB_badal
শুরুতেই গানেরই খাতায় স্বরলিপি লিখে….বিখ্যাত এই গানের সূরে হলজুড়ে নিরাবতা নেমে আসে। সবারই মনোযোগ স্টেজে থাকা রুনা লায়লা ও তার গানের দিকে। গান শেষ হওয়া মাত্রই করতালিতে কেঁপে উঠে পুরো হল। এরপর আবারও শুরু হয়- এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা। আবারও দর্শকরা উচ্ছসিত।

জনপ্রিয় উপস্থাপিকা মুনমুনের উপস্থাপনায় র‌্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের উপর আলোকচিত্র ও নাটক প্রদর্শিত হয়। এছাড়াও তরুণ প্রজন্মের দু’জন শিল্পি কোনাল ও বালাম জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মন জয় করেন।
র‌্যাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক ছাড়াও মন্ত্রী, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025