শীর্ষবিন্দু নিউজ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছেন, আইচ্ছা মানলাম যে কমিশন জিরো। কিন্তু এই জিরোর অধীনে তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতেছেন তো, নাকে খত দিচ্ছেন তো। আর কী কতা? পঞ্চম দফা উপজেলা নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাল (সোমবার) নির্বাচন সুষ্ঠু হবে। এ ব্যাপারে আমরা বেশ আশাবাদী।
বিএনপি যে বলছে, নির্বাচন কমিশন অপদার্থ’ ও ‘মেরুদণ্ডহীন। এ কথা বলার পর সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে আপনাদের পদত্যাগ করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে আবদুল মোবারক এ মন্তব্য করেন।
আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকেরা তাঁকে এই প্রশ্ন করেন। কাল সোমবার পঞ্চম দফা উপজেলা নির্বাচন নিয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।