শীর্ষবিন্দু নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে জাতীয় নির্বাচন কেন্দ্রিক সহিংসতার প্রতিবেদন তুলে দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০১৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়াও এ প্রতিবেদনের কথা উল্লেখ করেন। বলা হয়েছে, জাতীয় নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতার ওপর বিএনপি চেয়ারপার্সনের কাছে তদন্ত কমিটি মঙ্গলবার রাতে প্রতিবেদন দাখিল করেছে। কমিটির প্রধান শওকত মাহমুদের নেতৃত্বে এ কমিটি চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের ঘটনার চিত্র তুলে ধরেন তাদের প্রতিবেদনে। এ কমিটি সাংবাদিক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত।
সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বলেন, তিনমাস সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না। মানুষকে কীভাবে মারা হয়েছে, তার তথ্য আমরা টিম করে পেয়েছি। গুম, হত্যা হয়েছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। এ গুম হত্যা এখনো চলছে। এখনই এসব বন্ধ করুন। কেউ এসব করে টিকতে পারেনি।