সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৫

শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি

শেখ মুজিব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি

শীর্ষবিন্দু নিউজ: শেখ হাসিনা আপনি যেমন কোন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নি, তেমনি আপনার বাবা শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নি। এ মন্তব্য জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ এর। খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্ছে এক আলোচনা সভায় কাজী জাফর আহমেদ এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে কোন নেতৃত্ব ছিল না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতি এক হয়েছিল। তার ঘোষণার মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের উদ্যেশে তিনি বলেন, একটি সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কথা কিভাবে বলতে পারেন। এই অসাংবিধানিক কথার জবাব একদিন দেওয়া হবে।

জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি রাশেদা বেগম ভুঁইয়া, অধ্যাপক ড. আকতার হোসেন খান প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025