মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৬

রহস্যের মধ্যে থেকে যেতে পারে নিখোঁজ উড়োজাহাজ

রহস্যের মধ্যে থেকে যেতে পারে নিখোঁজ উড়োজাহাজ

নিউজ ডেস্ক: নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ রহস্যের কূল-কিনারা কখনো না-ও করা যেতে পারে। তিমিরেই থেকে যেতে পারে এমএইচ৩৭০ ফ্লাইটের যাত্রাপথ থেকে হারানোর কারণ। মালয়েশিয়া কর্তৃপক্ষ এ মর্মে সতর্ক করে দিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক তিন সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ উড়োজাহাজ সন্ধানের বিষয়ে কথা বলার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রাক্কালে দেশটির পক্ষ থেকে এ কথা বলা হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট ও অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল আঙ্গুস হাস্টনের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে নাজিব রাজাকের। এদিন সন্ধ্যায় তিনি পার্থে জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি) পরিদর্শনে যাবেন। পার্থ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, তাদের তদন্ত কাজ অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে। বিভিন্ন দেশের দশটি প্লেন ও নয়টি জাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে উড়োজাহাজটি সন্ধান করে যাচ্ছে। যুক্তরাজ্যের একটি সাবমেরিনও অভিযানে যোগ হয়েছে। পুলিশ প্রধান বলেন, অপরাধ তদন্ত চলতেই থাকবে। প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি জানা প্রয়োজন। তবে তদন্ত শেষে আমরা প্রকৃত কারণ না-ও জানতে পারি।

পুলিশ প্র্র্র্রধান জানান, তদন্ত কাজে মোট ১৭০ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বিমানের পাইলটের পরিবারের সদস্যরাও রয়েছেন। এ ছাড়াও যে যে বাহনে করে বিমানে খাবার সরবরাহ করা হতো, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেন, বুধবার সমুদ্রের দুই লাখ ২১ হাজার বর্গকিলোমিটার এলাকায় অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু সমুদ্রে কুয়াশা ও বিদ্যুৎ চমকানোর ফলে অনুসন্ধান কাজ বিঘ্নিত হয়।

গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাত্রাকালে নিখোঁজ হয় এমএইচ৩৭০। এতে ক্রু ও যাত্রীসহ মোট ২৩৯ জন আরোহী ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025