রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১০

ওশান শিল্ড থেকে ব্ল্যাকবক্স সিগন্যাল পেল অস্ট্রেলিয়া

ওশান শিল্ড থেকে ব্ল্যাকবক্স সিগন্যাল পেল অস্ট্রেলিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০-এর খোঁজে বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরে চলমান উদ্ধার অভিযানের সমন্বয়কের ভূমিকা পালন করছে অস্ট্রেলিয়া। দক্ষিণ ভারত মহাসাগরের পৃথক একটি এলাকায় সিগন্যাল শনাক্ত করেছে ওশান শিল্ড। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে গতকাল চীনের একটি জাহাজ বিমানের ব্ল্যাকবক্স থেকে আসা সিগন্যালের মতো একটি সিগন্যাল শনাক্ত করে। উদ্ধার কাজে নিয়োজিত অস্ট্রেলিয়ার দুটি জাহাজ এইচএমএস একো ও ওশান শিল্ড’কে চীনা জাহাজ হাইজুন-০১-এর সঙ্গে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে নতুন সিগন্যাল শনাক্ত করার কারণে চীনা জাহাজের সঙ্গে যোগ দিতে ওশান শিল্ডের দেরি হবে বলে জানিয়েছেন জয়েন্ট এজেন্সি কোঅর্ডিনেশন সেন্টারের প্রধান অ্যাঙ্গাস হিউস্টন হিউস্টন জানান। ওশান শিল্ডের পাওয়া সিগন্যালের বিষয়ে তিনি বলেন, এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। প্রাপ্ত সিগন্যাল নিয়ে বিশ্লেষণ ও তদন্ত চলছে বলে তিনি জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025