সুমন আহমেদ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের বিভিন্ন পেশার প্রতিনিধি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সুশীল সমাজ, পেশাজীবী ও কর্মজীবীদের সাথে এক সৌজন্য সুধী সমাবেশে মিলিত হবেন আগামী ৮ এপ্রিল ২০১৪ মঙ্গলবার বিকাল ৫.৩০ মিনিটে লন্ডন ওয়েস্টমিনিস্টারে। বিএনপি দলীয় নেতা-কর্মীদের সভা সমাবেশের বাইরে তারেক রহমানের ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এই প্রথমবারের মতো সুধী সমাবেশে উপস্থিত হবেন।
ইতিমধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত নানান পেশার প্রফেশনাল ও কর্মজীবীদের মধ্যে সমাবেশ নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠন সমূহ ছাড়াও সমমনা এবং জাতীয়তাবাদী ঘরানার নেতা কর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন এতে অংশ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।