শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৪

নিখোঁজ বিমানের স্পষ্ট সংকেত পেয়েছে অস্ট্রেলীয় জাহাজ

নিখোঁজ বিমানের স্পষ্ট সংকেত পেয়েছে অস্ট্রেলীয় জাহাজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিখোঁজ মালয়েশিয়ার বিমানটির ধ্বংসাবশেষের ব্যাপারে এ পর্যন্ত সবচেয়ে বেশি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ সংকেত পেয়েছে অস্ট্রেলিয়ার আরেকটি জাহাজ। দুই ঘণ্টার মধ্যে দুবার তারা এ ধরনের সংকেত পেয়েছে। তবে এ ব্যাপারে নিশ্চিত হতে আরও অনুসন্ধান চালাতে হবে বলে জানায় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ। খবর বিবিসির।

অস্ট্রেলীয় অনুসন্ধানী দলের প্রধান অংগাস হিউস্টন বলেন, গত শনিবার চীনের জাহাজ সংকেত পায়। তবে এ পর্যন্ত যত সংকেত পাওয়া গেছে, তার মধ্যে আজকের পাওয়া সংকেতগুলো সবচেয়ে বেশি স্পষ্ট ও গুরুত্বপূর্ণ। তবে বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান সম্পর্কে কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি। হিউস্টন আরও জানান, নিখোঁজ উড়োজাহাজের তথ্য এবং ককপিটের কণ্ঠস্বর রেকর্ডারের (ব্ল্যাকবক্স) খোঁজে সাগরের তলদেশে বিশেষ যন্ত্র স্থাপন করে পানির নিচে তরঙ্গ পাঠিয়ে এসব সংকেত পাওয়া গেছে।

গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়ার বিমান এমএইচ৩৭০। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত মহাসাগরের দক্ষিণ অংশে বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের কোনো ধ্বংসাবশেষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গত শনিবার মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজের সম্ভাব্য ধ্বংসাবশেষের ব্যাপারে চীনা একটি জাহাজ দুবার সংকেত পায়। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট অঞ্চলে গতকাল রোববার কয়েকটি উড়োজাহাজ ও জাহাজ পাঠায় অস্ট্রেলিয়া। আজ দুই ঘণ্টার মধ্যে দুবার গুরুত্বপূর্ণ সংকেত মিলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025