বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫০

তারেককে মস্তিষ্ক পরীক্ষার পরামর্শ দিলেন আইনমন্ত্রী

তারেককে মস্তিষ্ক পরীক্ষার পরামর্শ দিলেন আইনমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মস্তিষ্ক পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রধানমন্ত্রিত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় আনিসুল হক বলেন, স্বাধীনতার ৪২ বছর পর তারেক রহমানের এ ধরনের কথা শোনার পরে আর কিছু বলার নেই। বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের কথা বললে আমাদের হৃদয়ে ‌আঘাত লাগে। আমাদের সবার এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জাতীয় নিরাপত্তার বিষয়। এসব বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। কিছুদিন অপেক্ষা করলে এর ফলাফল পাওয়া যাবে। টাস্কফোর্সকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে ঘন ঘন বৈঠক হবে এবং আপনারা এর ফলাফল দেখতে পাবেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025