রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৭

নিখোঁজ বিমানের ধ্বংসস্তূপ উদ্ধার অব্যাহত

নিখোঁজ বিমানের ধ্বংসস্তূপ উদ্ধার অব্যাহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশীয় নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার নতুন আশায় বুক বেঁধেছেন উদ্ধার কর্মীরা। নিখোঁজ বিমানের ধ্বংসস্তূপ পাওয়ার নতুন আশার কথা জানায় অস্ট্রেলীয়ান কতৃপক্ষ।

বুধবার অনুসন্ধান কাজের অস্ট্রেলীয় প্রধান অঙ্গাস হাউসটন সাংবাদিকদের জানান, ব্ল্যাকবক্স থেকে দুটি নতুন সংকেত পাওয়ায় বিমানটির ধ্বংসস্তূপ খুঁজে পাওয়ার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই আমরা বিমানের কিছু না কিছু খুঁজে পাবো আশা করি। তিনি জানান, অস্ট্রেলীয় জাহাজে থাকা চারটি মার্কিন ট্রান্সমিটার ডাটা রেকর্ডার থেকে দুটি সংকেত শনাক্ত করতে পেরেছে।

অঙ্গাস হাউসটন এটাও বলেন, আমাদের বিশ্বাস, আমরা সঠিক জায়গাতেই অনুসন্ধান চালাচ্ছি।এর আগে তিনি বলেছিলেন, যেখান থেকে সংকেত পাওয়া গেছে, সেখানকার পানির অবস্থা খুবই জটিল। ফলে, সেখান থেকে আর কোনো সংকেত হয়ত পাওয়া যাবে না। তবে এটাই শেষ কথা নয়। তিনি আরো বলেছিলেন, অনুসন্ধানের জন্য সমুদ্রে রোদের প্রয়োজন। ব্ল্যাকবক্সের ব্যাটারি দুর্বল হতে শুরু করেছে।

গত ৮ মার্চ ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মালয়েশীয় বিমান (ফ্লাইট এমএইচ৩৭০) মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশে যাত্রা করে। কিন্তু উড্ডয়নের ৪০ মিনিট পর ফ্লাইটটির সঙ্গে ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বিমানটির কোনো তথ্য আর জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025