রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:১৭

বাঙ্গালী জাতিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাঙ্গালী জাতিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: নববর্ষ উদযাপনের প্রাক্কালে বাঙালি জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুণ। সোমবার প্রচার মাধ্যমগুলোতে পাঠানো প্রধানমন্ত্রীর অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যামেরনের এই শুভেচ্ছার কথা জানানো হয়।

শুভেচ্ছা বার্তার শেষে লন্ডন ও কলকাতার পাশাপাশি বাংলাদেশের ব্রিটেন প্রবাসী অধ্যুষিত জেলা সিলেটের নাম উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, লন্ডন, সিলেট বা কলকাতার যেসব অঞ্চলে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছে, সেখানকার সব বন্ধুদের প্রতিও রইলো আমার শুভ কামনা। সবার প্রতি আমার শুভ ও সমৃদ্ধ নববর্ষের শুভেচ্ছা।

শুভেচ্ছা বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনসহ পৃথিবীর প্রতিটি অঞ্চলের নববর্ষ উদযাপনে প্রস্তুত বাঙালি জনগোষ্ঠীকে আমি পয়লা বৈশাখের উষ্ণ অভিনন্দন জানাই। আমি জানি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ব্রিটেনের লক্ষ লক্ষ মানুষ ১লা বৈশাখ উপলক্ষে তাদের পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সাথে নতুন বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমনি মুহূর্তে ব্রিটেনের উন্নয়নে এখানে বসবাসরত বাংলাদেশি ও বাঙালি কমিউনিটির গুরুত্বপূর্ণ অবদানের কথা আমরা স্মরণ করতে চাই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রমী বাঙালি পরিবার, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও মেধাবী স্টুডেন্ট ব্রিটেনের অবিশ্বাস্য শক্তিশালী এবং পজেটিভ অংশ, এমন মন্তব্য করে বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাসিন্দা আমাদের বন্ধুদের প্রতিও আমি নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025