স্বদেশ জুড়ে ডেস্ক: রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। সর্বশেষ জানা যায়, মঙ্গলবার বেলা সোয়া ২টার পর ডিবি কার্যালয়ের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের একটি ঘরে আগুন লাগে। ডিবি অফিসের পেছনেই ওয়াসার একটি পাম্প থাকায় আগুন লাগার সঙ্গে সঙ্গে ওয়াসাকর্মীরা এগিয়ে আসেন। তবে এই সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিষ পুড়ে যায় বলে উপস্থিত এক কর্মকর্তা জানান।
অবশ্য ফায়ার ব্রিগেড কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ঘরে আগুন লেগে থাকতে পারে ওয়াসার কর্মীদের ধারণা।
Leave a Reply