শীর্ষবিন্দু নিউজ: মহানগর বিএনপি’র কমিটি পুর্নগঠনকে কেন্দ্র করে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিচ্ছেন। মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টের সমাবেশে পাল্টাপাল্টি শোডাউনের প্রস্তুতি নিচ্ছে উভয় গ্রুপ।
ইতোপূর্বে সমাবেশ করার অনুমতি চেয়ে উভয় গ্রুপ থেকে পুলিশ কমিশনার বরাবরে আবেদন করা হয়েছে। এ কারণে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে নেতাকর্মীরা। ইলিয়াস অনুসারীদের অভিযোগ, বিগত ৫ জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বাধীন আন্দোলনে বর্তমান মহানগর বিএনপি কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি।
অন্যদিকে শমসের মুবিন অনুসারীরা বলছেন, মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সবাই ঐক্যবদ্ধ। মহানগর বিএনপিতে কোনো বিরোধ নেই। মহানগর বিএনপির দফতর সম্পাদক আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের জানান, কোর্ট পয়েন্টে সমাবেশের জন্য আমরা আগে পুলিশ কমিশনার বরাবরে আবেদন করেছি। আমাদের সঙ্গে মহানগরের অধিকাংশ নেতাকর্মী রয়েছেন। তিনি আরো বলেন, মহানগর বিএনপির জরুরি সভায় কমিটির মাত্র ৭ জন উপস্থিত ছিলেন। কোরাম না হওয়ার পরও তারা সভা করেছেন। এ অবস্থায় তারা মহানগর বিএনপি বলে দাবি তোলা কতটুকু যৌক্তিক?
মহানগর বিএনপির সভাপতি এমএ হক বাংলানিউজকে জানান, ইলিয়াস গ্রুপ বলতে কোনো গ্রুপ নেই। মঙ্গলবার কোর্ট পয়েন্টে সমাবেশের জন্য দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, অন্য কোনো পক্ষ আবেদন করে থাকলে তা আমার জানা নেই। তবে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করা হলে দলের শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রকে জানানো হবে। এ ব্যাপারে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন জানান, উভয় পক্ষই সমাবেশের জন্য আবেদন করেছে। সোমবার অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।