সুমন আহমেদ: ব্রিটেনের স্থানীয় কাউন্সিলের ভোট গ্রহণ শেষে এখন কেবল অপেক্ষার পালা। আজ স্থানীয় সময় বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করা হবে কতুপক্ষ জানান।
জানা যায়, ইউরোপীয় পার্লামেন্টের ৭৩টি আসন এবং ইংল্যান্ডে ১৬১ টি এবং নর্দান আয়ারল্যান্ডের ১১টি আসনের ভোট গ্রহণ শেষে এখর ফলাফলের অপেক্ষায় পুরো ব্রিটেনবাসী।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় পার্লামেন্টর ফলাফল আগামী রোববার জানানো হবে। তবে স্থানীয় কাউন্সিল নির্বাচনের ফলাফলের আজ শুক্রবার বিকাল ৫টা জানিয়ে দেয়া হবে।