মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:১৬

সঙ্কট সমাধানে আমার সঙ্গে আলোচনা করতে হবে

সঙ্কট সমাধানে আমার সঙ্গে আলোচনা করতে হবে

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষ বিএনপির পক্ষে রয়েছে দাবি করে খালেদা জিয়া বলেছেন, সঙ্কটের সমাধান চাইলে তার সঙ্গেই শেখ হাসিনাকে কথা বলতে হবে। সংলাপের আহ্বান নাকচ করে প্রধানমন্ত্রীর বক্তব্যের দুই দিনের মধ্যে সোমবার গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন একথা বলেন।

দশম সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি এখন নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে সংলাপের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে। শেখ হাসিনা গত শনিবার এক সংবাদ সম্মেলনে সংলাপের সেই আহ্বান নাকচের পাশাপাশি খালেদা জিয়ার বিরোধীদলীয় নেতার আসন হারানোর বিষয়টিও তুলে ধরেন।

তার জবাবে খালেদা বলেন, আমি বিরোধী দলের নেতা নই। আমি জনগণের নেতা। দেশের ৯৫ শতাংশ জনগণ আমার পক্ষে। যদি ৫ জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হত, তাহলে আমি বিরোধী দলীয় নেতা নই, প্রধানমন্ত্রী হতাম। আমার ডাকে সাড়া দিয়ে ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি। আপনি (শেখ হাসিনা) মাত্র ৫ শতাংশের নেতা। জনগণের প্রধানমন্ত্রী নন। কাজেই আলোচনা যদি করতে হয় আমার সঙ্গেই করতে হবে। দশম সংসদ নির্বাচনের আগে দুই প্রধান নেত্রীকে সংলাপে বসাতে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক মহলের উদ্যোগ থাকলেও তা ব্যর্থ হয়। তখন একবার শেখ হাসিনা টেলিফোন করে সংলাপের আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়াকে। তবে হরতালের কারণ দেখিয়ে ওই সময়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেননি খালেদা। এরপর সংলাপের সেই উদ্যোগ আর গড়ায়নি।

এরপর বিএনপির বয়কটের মধ্যেই দশম সংসদ নির্বাচনে এগিয়ে যায় আওয়ামী লীগ। নির্বাচনের পর গঠিত সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদ। সংসদে খালেদার বিরোধীদলীয় নেতার আসন হারানোর দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা এর আগেও বলেছিলেন, ভোটে অংশ না নিয়ে বিএনপি নেত্রী দুই কূলই হারালেন। অন্যদিকে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত শেখ হাসিনার সরকারকে অবৈধ আখ্যা দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের  উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস শীর্ষক এই মতবিনিময় সভায় সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, এম এ আজিজ, আবদুল হাই শিকদার,  জাহাঙ্গীর আলম, সৈয়দ আবদাল আহমেদ, আবদুস শহীদ, খোরশেদ আলম, কাদের গনি, বাসির জামাল প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, তরিকুল ইসলাম, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন।

Khaleda (1).jpg

সাংবাদিকদের অনুষ্ঠানে বক্তব্যে আগাম নির্বাচনের দাবি আবার জানিয়ে সেই দাবি আদায়ে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, যেখানে গণতন্ত্র নেই, সেখানে সংবাদপত্রের স্বাধীনতাও নেই। ১৬ জুন সংবাদপত্রের কালো দিবস। এই দিবসটি সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে পালন করা উচিৎ ছিল বলে আমরা মনে করি। সরকারের সমালোচনার পাশাপাশি র‌্যাব বিলুপ্তির দাবি আবার জানান খালেদা। সেই সঙ্গে এই বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

নারায়ণগঞ্জের সাত খুনে র‌্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, তারেক সাঈদকে জামাই আদরে রিমান্ডে রাখা হয়েছে। তাকে সঠিকভাবে রিমান্ডে নিলে এক নম্বর থেকে অনেকের নাম বেরিয়ে আসত। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে বলেই জিয়াসহ অন্যদের গ্রেপ্তার করা হচ্ছে না। হাসিনা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন দাবি করে খালেদা বলেন, তিনি গডফাদারের মা হয়ে থাকতে চান। মিরপুরে কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে সংঘাতে ১০ জনের মৃত্যুর জন্য স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবিও জানান খালেদা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025