সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৩৫

জঙ্গি গ্রুপে ব্রিটিশ-বাংলাদেশি তরুণরাও সম্পৃক্ত

জঙ্গি গ্রুপে ব্রিটিশ-বাংলাদেশি তরুণরাও সম্পৃক্ত

উগ্রপন্থার দিকে ব্রিটিশ তরুণদের ঝোঁক ভাবিয়ে তুলেছে ব্রিটেনকে। আর এই উগ্রবাদী তৎপরতায় সম্পৃক্ত হয়ে সিরিয়া-ইরাকের জঙ্গি গ্রুপের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ তরুণদের সম্পৃক্ততার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাংলাদেশি অভিবাবকরা। কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়া নিজ ছেলেদের নিয়ে চরম উৎকণ্ঠায় সময় কাটছে এখন তাদের। সিরিয়া ও ইরাকের চলমান গৃহযুদ্ধে ব্রিটিশ মুসলিম তরুণদের অংশগ্রহণের ব্যাপকতায় খোদ ব্রিটিশ সরকারের অভ্যন্তরেই শুরু হয়েছে তোলপাড়।

উগ্রপন্থার প্রতি ঝুঁকে পড়া এই তরুণদের ব্রিটেনের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবেই দেখছেন সরকার। সম্প্রতি তিন ব্রিটিশ মুসলিম তরুণের একটি ভিডিও বার্তা প্রকাশ হলে আবারও নড়েচড়ে বসে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।

সিরিয়া যুদ্ধে চার শতাধিক ব্রিটিশ মুসলিম তরুণ অংশ নিচ্ছে গোয়েন্দা সংস্থা এক সময় এমন ধারণা করলেও এখন এটি দুই হাজারও ছাড়িয়ে গেছে বলে তাদের আশঙ্কা। উগ্রপন্থার প্রতি কিছু মুসলিম তরুণ ঝুঁকছে এটিই শুধু একমাত্র উদ্বেগের কারণ নয় ব্রিটেনের, মূল উদ্বেগ হলো জঙ্গি গ্রুপের সঙ্গে ইতোমধ্যে সম্পৃক্ত হওয়া এসব তরুণ ব্যাপকভাবে অন্যান্য তরুণদেরও তাদের পথে আকৃষ্ট করার চেষ্টা করছে। সিরিয়া ও ইরাকের যুদ্ধে যেসব বিদেশি নাগরিক অংশ নিচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্রিটিশ বলে ধারণা গোয়েন্দাদের। আর যুদ্ধে অংশ নেওয়া এই গ্রুপের মধ্যে বাঙালি তরুণের সংখ্যাও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক।

তিন ব্রিটিশ মুসলিম তরুণের ভিডিও বার্তা প্রকাশের পর উদ্বিগ্ন হয়ে পড়েন বাঙালি অভিবাবকরা। তাদের এই উদ্বেগ আতঙ্কে পরিণত হয়েছে, যখন জানা গেছে সিরিয়া ও ইরাকের চলমান যুদ্ধে বেশ কিছু বাংলাদেশি তরুণও অংশ নিচ্ছে। মোট কতজন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ সিরিয়া-ইরাকের জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তার কোনো সঠিক সংখ্যা জানা না গেলেও এ পর্যন্ত তিনজন বাংলাদেশি তরুণের এই জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ততার খবর জানা গেছে।

ব্রিটেনের পোর্টসমাউথের দুই বাঙালি তরুণ ইফতেখার জামান ও মসুদুর চৌধুরীর জঙ্গি সম্পৃক্ততার কথা কমিউনিটিতে আলোচিত হলেও সর্বশেষ প্রকাশিত ভিডিও বার্তায় আরও এক বাঙালি তরুণের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এই তরুণের নাম আব্দুল রাকিব আমিন। ভিডিও বার্তায় ২৫ বছর বয়সী রাকিব আমিন ছিল স্বশরীরে উপস্থিত। বার্তায় রাকিব সিরিয়া ও ইরাকের চলমান গৃহযুদ্ধে ইসলামিক স্টেইট অব ইরাক ও লেভান্ট (আইসিস) বিদ্রোহীদের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার আহবান জানায় ব্রিটিশ মুসলিম তরুণদের।

স্কটল্যান্ডের আবারডিন শহরে পরিবারের সঙ্গে এক সময় বসবাসরত বাঙালি তরুণ রাকিব আইসিসের পক্ষে যুদ্ধ করাকে জিহাদ হিসেবে আখ্যায়িত করে ভিডিও বার্তায়। স্কটল্যান্ড থেকে প্রকাশিত ডেইলি রেকর্ড জানায়, রাকিবের বন্ধুরা চিন্তাই করতে পারছেন না কীভাবে তার মতো একটি শান্ত সুবোধ ছেলে এরকম এক ভয়ঙ্কর জঙ্গিতে পরিণত হতে পারেন। বন্ধুর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনেও রাকিব সম্পর্কে বলা হয়, সে ছিল অন্যদের মতো স্বাভাবিক ধরনের একটি তরুণ। কখনও তার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

স্কটল্যান্ডের আবারডিনে বসবাসরত বাঙালি ব্যবসায়ী মকবুল চৌধুরীও রাকিবের এমন পরিণতিতে হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমি রাকিবকে চিনি তার ৪/৫ বছর বয়স থেকে। সে ছিল আমার সন্তানদের বয়সী এবং স্থানীয় মিষ্টির দোকানে যেতো তারা একসঙ্গে। তিনি বলেন, কখনও আমরা রাকিবের এমন পরিণতি হচ্ছে বলে কোনো লক্ষণ দেখতে পাইনি। পরবর্তীতে রাকিব লেস্টারে চলে গেলে সেখানেই উগ্রবাদীদের সংস্পর্শে আসে বলে আমার ধারণা। মকবুল চৌধুরী জানান, আইসিস-এর ভিডিও বার্তা প্রকাশের পর রাকিবের পুরো পরিবার লজ্জায় ও দুঃখে এখন ঘর থেকেই বের হচ্ছেন না। মকবুলের ধারণা রাকিব আর কখনই ব্রিটেনে জীবিত ফেরৎ আসবে না। তিনি বলেন, যদি জীবিত ফেরৎ আসে তবে বলতে হবে রাকিব ভাগ্যবান। এধরনের একজন সম্ভাবনাময় তরুণ নিজের জীবন এভাবে নষ্ট করবে তা কল্পনাও করতে পারিনি, বলেন মকবুল।

এর আগে আরেকটি ভিডিও বার্তায় আরও তিনজন ব্রিটিশ তরুণকে চিহ্নিত করে ব্রিটিশ গোয়েন্দারা। এদের তিনজনই ব্রিটেনের সাউথ ওয়েলসের বাসিন্দা। এদের নাম নাসিম মুথানা ও রিয়াদ খান জানা গেলেও এদের মধ্যে কেউ বাঙালি কি-না তা জানা যায়নি। ব্রিটিশ বাঙালি তরুণদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততায় ইফতেখার হাসান নামে এক যুবকের কথা সর্বপ্রথম প্রকাশ করে ব্রিটিশ গোয়েন্দারা। পরবর্তীতে ইফতেখার বিবিসিকে সিরিয়া থেকে স্কাইপের মাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়ে তার এই সম্পৃক্ততার সত্যতা স্বীকার করে।

সেও ব্রিটিশ মুসলিম তরুণদের সিরিয়া যুদ্ধে অংশ নেওয়ার আহবান জানায়। কয়েক মাস পর সিরিয়া যুদ্ধে ইফতেখার নিহত হয় বলে ধারণা ব্রিটিশ গোয়েন্দাদের। এরপর সিরিয়া থেকে ব্রিটেন ফেরার পথে বিমান বন্দরে আটক হন আরেক বাঙালি যুবক মসুদুর চৌধুরী। তিনি এখনও ব্রিটেনের কারাগারে রয়েছেন।

এখানে উল্লেখ্য, সিরিয়ায় প্রায় তিন বছর ধরে শিয়া সমর্থিত আসাদ সরকারের বিরদ্ধে লড়াই করছে সুন্নী বিদ্রোহীরা। এ সুযোগে বিশ্বের বিভিন্ন দেশের কট্টরপন্থী সুন্নী গোষ্ঠীগুলো ইসলামিক রাষ্ট্র কায়েমের নামে সিরিয়ার সুন্নী বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়, যার মধ্যে অন্যতম একটি গোষ্ঠি হলো আইসিস। পশ্চিমা সরকারগুলো ইরাকে প্রতিষ্ঠিত আইসিসকে আল কায়েদার সহযোগী সংগঠন হিসেবে বিবেচনা করত, এখন তাদের ধারণা এই সংগঠনটি আলকায়েদার চেয়েও ভয়ঙ্কর। সম্প্রতি এই সংগঠনটি ইরাকেও সরকার বিরোধী সশস্ত্র যুদ্ধ শুরু করে। সিরিয়ার পর এখন ইরাকের এই যুদ্ধে যোগদানের জন্যে মুসলিম তরুণদের আহবান জানাচ্ছে আইসিস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025