ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশ্বকাপের ফাইনালে জার্মানি লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার একদিন আগে বাংলাদেশের এই ফুটবল অনুরাগী শুধু খেলার জন্য এই সম্মাননা পেলেন বিদেশি একটি দেশের কাছ থেকে। মাগুরার ঘোড়ামারা গ্রামের আমজাদ উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, কোনো লাভের আসায় তিনি জার্মানির সুবিশাল এ পতাকা তৈরি করেননি। জার্মান ফুটবল দলের প্রতি ভালবাসা থেকে তিনি এ কাজ করেছেন। আগামীতে এই পতাকা আরো বড় করবেন এবং জার্মানি এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে বাড়িতে অনুষ্ঠান করে এক হাজার লোককে দাওয়াত করে খাওয়ানোর ঘোষণাও দেন তিনি।
এবারের বিশ্বকাপ শুরুর আগেই জার্মানির সুবিশাল এই পতাকা তৈরিতে হাত দেন আমজাদ। আড়াই লাখ টাকা খরচে এই পতাকা তৈরিতে জমি বিক্রি করতে হয়েছে তাকে। স্থানীয় অনেকের ভাষায় আমজাদের এই পাগলামির খবর সংবাদ মাধ্যমে এলে তা নজরে আসে ঢাকায় জার্মান দূতাবোসের কর্মকর্তাদের। তখন তারা পতাকাটি দেখতে এবং আমজাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়।
জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের আসার খবরে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আমজাদের পতাকাটি মাগুরা শহরে আনার ব্যবস্থা করেন। ঘোড়ামারা গ্রাম থেকে দুপুরে আমজাদ মাগুরা শহরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আসেন । গ্রামবাসীই বহন করে আনে লাল-কালো-হলুদের দীর্ঘ এই পতাকা। আমজাদের গ্রামের বাসিন্দারা মাগুরা স্টেডিয়ামে মেলে ধরেন এই পতাকা। জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা এই পতাকাটি ঘুরে ঘুরে দেখেন।
স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যও রাখেন ফার্ডিনান্ড ভেইহে। আমজাদের পাশাপাশি মাগুরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তারেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাকও বক্তব্য রাখেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ আমজাদের কীর্তি দেখার জন্য অনেকেই উপস্থিত হন। আমজাদ জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাকে নিয়ে লেখার জন্য স্থানীয় সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
জার্মান ফুটবল দলের খেলা পছন্দের পাশাপাশি ইউরোপের দেশটির প্রতিও অনুরাগ রয়েছে আমজাদের। কী তার কারণ- জানাতে গিয়ে তিনি বলেন, ১৯৮৭ সালে দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হলে চিকিৎসার জন্য বিভিন্ন পথ্য ব্যবহার করেও তিনি কোনো সুফল পাননি। শেষে জার্মানি থেকে আনা ওষুধ সেবনে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর থেকেই তিনি জার্মানির প্রতি অনুরক্ত।