শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:৫৪

চট্রগ্রামে সুবর্ণ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্রগ্রামে সুবর্ণ এক্সপ্রেসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মঙ্গলবার ভোর ৫টার কিছু আগে চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দেয়  দুর্বৃত্তরা। এক ঘণ্টার চেষ্টায় অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, আগুন দেয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ তাৎক্ষনিক অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন হিসাবে আজগর আহমেদ এহসান (২৩) ও মিঠু মিয়া (২৫) নামের দুই জনকে আটক করেছে।

বাংলাদেশ রেলওয়ের সূত্রে জানা যায়, দায়িত্বে অবহেলার কারণে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মনজুর আলম এবং প্রহরী জসিম উদ্দিন ও রায়হান আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ভোরে সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনা সংগঠিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের বরখাস্ত করা হলো। নৈশপ্রহরীরা এ সময় সুবর্ণ এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলো।

এ ঘটনায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে চট্টগ্রাম রেল স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসে আগুন দেয়ার ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্ডেন্ট মিয়া জাহানকে প্রধান করে গঠিত একটি কমিটি গঠন করার হয়। কমিটির অপর তিন সদস্য হলেন- পূর্ব রেলের প্রধান প্রকৌশলী, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট আবদুর রাজ্জাক। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পূর্ব রেলের জিএম তাফাজ্জল হোসেন।

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024