বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৮

রুশনারা আলীকে সংবর্ধনা দিয়েছে গ্রেটার লামাকাজী ওয়েল ফেয়ার এসোসিয়েশন

রুশনারা আলীকে সংবর্ধনা দিয়েছে গ্রেটার লামাকাজী ওয়েল ফেয়ার এসোসিয়েশন

feaশীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বেথনাল গ্রীন, বো আসনের এমপি ও সাবেক স্যাডো মিনিষ্টার রুশনার আলীকে সংবর্ধনা দিয়েছে তার জন্ম স্থানের ইউকের কমিউনিটি সংগঠন গ্রেটার লামাকাজী ওয়েল ফেয়ার এসোসিয়েশন।

৪মার্চ রবিবার ওয়েষ্টহামের ইম্প্রেশান ইভেন্ট ভ্যানুতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক আলী। সহ সভাপতি সাদেকুজ্জামানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইম্প্রেশনের পরিচালক হিরন মিয়া। সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার নেতা কাউন্সিলার সিরাজুল ইসলাম, ওলিউর রহমান, কাউন্সিলার মাহবুব আলম, কাউন্সিলার রহিমা রহমান, কাউন্সিলার হুমায়ন কবির, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী এমদাদুল হক চৌধুরী, বিবিসিএ এর আহবায়ক ইয়াফর আলী, সংগঠনের সহ সভাপতি মোঃ শাহনুর, কচির মিয়া, নূর মোহাম্মদ, হেলাল আহমদ, লুৎফর রহমান সেলিম, আব্দুল খালিক।

সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি রুশনারা আলী বলেন, তার জন্মস্থানের এ বিরল ভালবাসায় তিনি মুগ্ধ। আয়োজক ধন্যবাদ জানিয়ে তিনি আগামী পার্লামেন্ট নির্বাচনে অতিথের মত সবাই তাকে সহযোগীতা করবেন বলে আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন বর্তমান কোয়ালিশান সরকার বেনিফট কর্তন, ইউনিভার্সিটির টিউশান ফি বৃদ্ধিসহ নানা বিষয় সাধারন জনগনের ভোগান্তির কথা তুলে ধরেন। লেবার দল যখনই সরকারে থাকে তখন সাধারন ও মাইগ্রেন্ট কমিউনিটির জীবন যাত্রার উন্নয়নে সচেষ্ট থাকে।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র দরস উল্লাহ, কমিউনিটি নেতা জাহাঙীর খান, খলিল উদ্দিন ফল, খায়রুল ইসলাম, সাংবাদিক রহমত আলী, তারেক আহমদ, শাহনুর খান, হেলাল উদ্দিন, সোলায়মান আহমদ, সমুজ আলী, তাজ উদ্দিন, রোটারিয়ান আব্দুল শহীদ, ক্রীড়া সংগঠক ফারুক মাহফুজ, কমিউনিটি নেতা আহবাব হোসেন, সানু মিয়া, জালাল উদ্দিন, বদরুজ্জামান, শাইস্তা মিয়া, আনোয়ার হোসেন, মোশাইদ আলী, ইসলাম উদ্দিন, মোশারফ আলী, আখতারুজ্জামান, মমিন রহমান ছালিম, ফয়জুল ইসালাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ক্বারী হাবিবুর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025