এহসানুল ইসলাম চৌধুরী শামীম: কিংবদন্তী গায়িকা রুনা লায়লা সংঙ্গীত পরিবেশন করার জন্য বাংলাদেশ থেকে ব্রিটেনে এসেছিলেন তিন দিনের সফরে। ব্রিটেনের বার্মিংহামে মঙ্গলবার (৩১ মার্চ ২০১৫) রাতে সঙ্গীত পরিবেশন করেন উপ মহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা।
বার্মিংহামের পেরী বারের রয়েল স্যুট কানায় কানায় ভর্তি ছিল দর্শকরা। উপচেপড়া ভীর, যেন তীর ধরনের ঠাঁই ছিল না। রাত ১১টা ৫৫ মিনিটে মঞ্চে আসেন রুনা লায়লা। তুমুল করতালির মাধ্যমে তাদের প্রিয় শিল্পীকে অভিনন্দন জানান দর্শকরা। রুনা লায়লা একে একে ১৫টি গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন সারা রাত। দর্শকদের মুগ্ধ করলেন রুনা লায়লা।
রুনা লায়লা কত উচু মাপের শিল্পী না দেখলে বুঝা যাবে না। প্রায় ৫০ বছর থেকে গান গেয়ে চলেছেন রুনা লায়লা। রুনা লায়লার জনপ্রিয়তা এখনও কমেনি। মঞ্চে এসে প্রথমে রুনা লায়লা ‘প্রতিদিন তুমায় দেখে ……, ও আমার দেশ ও আমার বাংলাদেশ গানটি গান।
এরপর একে একে গান ষ্টেশনের রেল গাড়ীটা … কখন বাজে ১২টা …., স্বাধের লাউ বানাইলে …., আবকে দিল কি … (হিন্দী), ও বন্ধু তিন দিন তোর বাড়ীত গেলাম দেখা পাইলাম না …. , এই বৃষ্টি বেজা রাতে চলে যেও না …., পান খাইয়া টুট লাল করিও না ……, প্রেয়ার দে প্রেয়ার দে ….., শিল্পী আমি শিল্পী তোমাদের গান শুনাবো ….., ইত্যাদি গান গেয়ে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত দর্শকদের মুগ্ধ করলেন রুনা লায়লা। রুনা লায়লা বাংলা, হিন্দী, উর্দু সহ বিভিন্ন ভাষায় গান গাইতে পারেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই গায়িকা বুধবার বিকেলে ব্রিটেন ত্যাগ করেন। রুনা লায়লা বললেন, খুব ভালো লাগছে বার্মিংহামে গান গাইতে পেরে। যুক্তরাজ্য প্রবাসীরা খুব ভালো ও আন্তরিক।
এদিকে, ব্রিটেনে বেড়ে উঠা নতুন প্রজন্মের বাঙালীদের নানা ক্ষেত্রে সাফল্য অর্জনে উৎসাহিত করতে ব্রিটেনের বার্মিংহামের ১৭ জন ইয়ং টেলেন্টকে প্রদান করা হয়েছে ব্রিটিশ বাংলাদেশী ইয়ং টেলেন্ট এ্যাওয়ার্ড-২০১৫। ব্রিটিশ বাংলাদেশী ট্রাস্ট ইউকের উদ্যোগে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশী ইয়ং টেলেন্টের উদ্যোক্তা ও ব্রিটিশ বাংলাদেশী ট্রাস্ট ইউকের চেয়ারম্যান ফয়ছল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ এমপি শাবানা মাহমুদ, বার্মিংহামের লর্ড মেয়র শফিক শাহ, বার্মিংহামের সহকারী হাই কমিশনার ফয়ছল আহমদ, নর্থহ্যামটন সাউথ আসনের এমপি প্রার্থী প্রিন্স সাদিক চৌধুরী, কাউন্সিলর জিয়াউর রহমান, কাউন্সিলর নেওয়াজ আলী, মিসবাউর রহমান ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। পরে প্রদান করা হয় ব্রিটিশ বাংলাদেশী ইয়ং টেলেন্ট এ্যাওয়ার্ড-২০১৫।