শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ ড্রাউভিং ইন্সট্রাক্টর অর্গানাইজেশন এসোসিয়েশনের (বিডিআই) উদ্যেগে গত রোববার এক বেডমিন্টন টূর্ণামেন্ট আয়োজন করা হয় ইস্ট লন্ডনের মালবারী স্কুলের অডিটরিয়ামে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাওয়ার হ্যমলেটস কাউন্সিলার মাহবুব আলম মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেথনাল গ্রিণ ও বো আসনের এমপি প্রার্থী গ্লায়ন রবিনসন। এছাড়াও অতিথিদের মধ্য ছিলেন টাওয়ার হ্যামলেটস ফাস্ট সিনিয়র মেম্বার ও মাইলেন্ড আসনের আগামী কাউন্সিলার প্রার্থী মোহাম্মদ আব্দুল আহাদ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলার মাহবুব আলম মামুন বলেন, ৫০ বছর আগে এভাবে আমার দাদা ডকার্স ক্লাব থেকে একটি ফুটবল টিমের আয়োজন করেছিলেন এই রাস্তারই খুব নিকটবর্তী এলাকায়। সেই আমাদের পূর্বপুরুষেরা যেভাবে আমাদের শিখিয়েছেন খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে আরো অনুপ্রানিত ও উৎসাহিত করে তুলতে হবে। যাতে আমাদের ছেলেমেয়েরা খারাপের দিকে ধাবিত না হয়।
তিনি আরো বলেন, দূর-দুরান্ত থেকে যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন এবং খেলা দেখতে এসেছেন তাদের সবাইকে আমার আন্তুরিক ধন্যবাদ। আর বিজয়ীদের প্রতি আমার অভিনন্দন রইল।
বাংলাদেশ বাংলাদেশ ড্রাউভিং ইন্সট্রাক্টর অর্গানাইজেশন এসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজক ছিলেন সালেহ আহমদ, জেনারেল সেক্রেটারী সিদ্দিকুর রহমান, ট্রেজারের আবু বক্কর সিদ্দিক প্রমুখ। বিজয়ী হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি।