সৈয়দা রুমি আহমেদ: অবশেষে প্রকাশিত হয়েছে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম কন্যাসন্তান তথা বৃটিশ রাজকন্যার প্রথম ছবি।
সেইন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইং-এর বাইরে রাজকন্যাকে নিয়ে দাঁড়ান বাবা প্রিন্স উইলিয়াম ও মা কেট মিডলটন। এরপরই বাইরে অপেক্ষমান শত শত ক্যামেরা এক মুহূর্তও দেরি করেনি রাজকন্যার ছবি তুলতে। উইলিয়াম-কেট দম্পত্তির এ দ্বিতীয় সন্তান বৃটেনের সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী।
প্রায় পাচ দিন দেরীতে প্রসব বেদনা নিয়ে বৃহস্পতিবার সেইন্ট মেরি হাসপাতালে যান মা কেট। এরপর শুরু হয়ে যায় তাড়াহুড়ো। সাংবাদিকরা জটলা বাধতে থাকের হাসপাতালের সামনে। কখন খবর আসবে আর ক্যামেরার ক্লিক ক্লিক জ্বলজ্বল করে উঠবে। এ সময় জাতীয় টিভি চ্যনেলগুলো সরাসরি সম্প্রচার করে। পুরো ব্রিটেনসহ বিশ্বজুড়ে টিভি পর্দায় তাকিয়ে ছিল অসংখ্য মানুষ।
কে হচ্ছেন বাকিংহাম প্যারেসের নতুন অতিথি।