শীর্ষবিন্দু নিউজ: সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের এক প্রস্তুতি সভা ও রোড শো অনুষ্ঠিত হয়ে গেল ১১ই মে সোমবার বাহিংহামের স্মলহিতে।
পুরো মিডল্যন্ড থেকে আগত দি এইডেড হাই স্কুলের সাবেক ছাত্রদের ছোট পরিসরে এক মিলন মেলায় অনষ্ঠিত হয়ে গেল বাংলা টিভি বার্মিহাম স্টুডিওতে।। বয়সের ভারে নূজ্য প্রবীন ছাত্ররা নবীন ছাত্রদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে স্মৃতি চারন করেন তাদের পুরনো স্মৃতি থেকে ভেসে আসা কথা গুলো।
দি এইডেড হাই স্কুলের পুন:র্মিলনী ২০১৫ইং বার্মিংহাম প্রস্তুতি সভা এসে অনেকেই আপ্লুত আনন্দে আত্মহারা, কেউ কেউ করলেন স্মৃতিচারণ, কেউ কেউ উপস্থাপন করলেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এর গর্বিত ইতিহাস, ছোট পরিসরে কেউ কেউ ফিরে গেলেন ফেলে আসা কৈশোরের প্রিয় বিদ্যাপীঠ এর আঙ্গীনায়।
আয়োজিত সভায় ১৯৬৭ সালের ছাত্র মুক্তিযুদ্ধা আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও চ্যানেল আই মিডল্যান্ড প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দুলাল এর পরিচালনায় ও বার্মিংহাম প্রস্তুতি সভার অন্যতম আয়োজক বাংলাটিভির বার্মিংহাম প্রতিনিধি আতিকুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহিন হুসেইন, শাহিন মুস্তফা, শাহ ফজলুল কবির শিপলু, আনসারুল হক, হাসান চৌধুরী রাহিন, আলমগীর হুসেইন, শাহজানুর রহমান, ওলি আহমেদ রুনু, রায়হান আহমেদ চৌধুরী, ওবেদ, জাকি ও শীর্ষবিন্দু সম্পাদক সুমন আহমেদ।
কমিউনিটির পক্ষ থেকে স্বাগত জানান বাংলা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ মারুফ, বার্মিংহাম উদীচী সভাপতি এলাহী হক সেলু, সৈয়দ নাসির আহমেদ. বাংলা প্রেসক্লাব সহ সভাপতি ও এটিএন বাংলার প্রতিনিধি কায়ছারুল ইসলাম সুমন, নাট্যকার তারেক চৌধুরী, মিসেস হামিদ সহ আরো অনেকে। এছাড়াও বক্তব্য রাখেন বামিংহামের স্থানীয় ও সাবেক এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা। উক্ত সভায় উপস্থিত ছিলেন বামিংহামের প্রবীন মুরব্বিগণ।
স্মৃতি চারন আর আগত পুন:র্মিলনী অনুষ্ঠানের সপ্ন নিয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আগামী ৭ই জুন সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পুন:র্মিলনী সম্পর্কে বিষদ আলোচনা হয় এবং বার্মিংহাম এর পক্ষ থেকে পুর্ন:মিলনী অনুষ্ঠান কে সফল করতে সর্বাত্তক সহযোগীতার আশ্বাস প্রদান করা হয়।
আগামী ৭ই জুন দি এইডেড হাই স্কুলের পূর্নমিলনী স্বার্থক করতে এক বাক্য সবাই তাদের সহযোগিতার কথা ব্যক্ত করেন। ৭ই জুন শত শত প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে হল ভর্তি হয়ে উঠবে আনন্দের বন্যা। এই আনন্দে শরিক হতে বামিংহাম থেকে কয়েক শত ছাত্রের উপস্থিতির কথা জানান তারা।
এর আগে লন্ডন থেকে এইডেড হাই স্কুলের পূর্ণমিলনী ২০১৫ রোড শোর নেতৃত্ব দেন আহবায়ক মাহমুদ হাসান এমবিই। এক ভিডিও বার্তায় তিনি স্বাগত জানিয়ে সকল প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন করতে আহবান জানান। এবং বামিংহামের সভায় উপস্তিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
বার্মিংহাম ও আশেপাশে বসবাসরত দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা যারা এখনও রেজিষ্ট্রেশন করেন নি তাদের কে নিম্ন ঠিকানা যোগাযোগ করার অনুরোধ করতে আহবায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ।
বার্মিহাম যোগাযোগ: আতিকুর রহমান 07837716530. আশরাফুল ওয়াহিদ দুলাল 07732539072