শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২২

হাজার হাজার মানুষের ঢল নেমেছিল লন্ডনের বৈশাখী মেলায়

হাজার হাজার মানুষের ঢল নেমেছিল লন্ডনের বৈশাখী মেলায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙালীদের প্রাণের উৎসব হচ্ছে বৈশাখী মেলা। ব্রিটেনে প্রতি বছর বৈশাখী মেলা এলে মনের আনন্দে মেলায় এসে সামিল হন হাজার হাজার বাঙালি। জমজমাট আয়োজনে লন্ডনে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। রোববার জনতার ঢল নেমেছিল বৈশাখী মেলায়। তারুণ্যের উচ্ছাস, হরেক রকম বাদ্য-বাজনা আর রঙ বেরঙের সাজ পোশাকে জমে উঠেছিলো তৃতীয় বাংলার এই বার্ষিক মিলন মেলা।

এবার বৈশাখী মেলার ১৮তম আসর ছিল। মেলায় লক্ষাধিক লোকের সমাগত হয়েছিল। সকল ব্যস্ততা ভুলে তারা প্রতি বছরের ন্যায় এবারও এই দিনটিকে উৎসর্গ করেছেন নিজেদের সংস্কৃতি, কুষ্ঠি আর স্বকীয়তাকে জানান দেওয়ার জন্য। সেই সাথে সিক্ত হয়েছেন বাংলা সংগীতের মূর্ছনায়। মেতেছেন বৈশাখী আনন্দে।

রোববার সকাল ১১টায় ভিক্টোরিয়া পার্কের বনার গেইট থেকে ঐতিহাসিক লীর মাধ্যমে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা। স্কুলের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও উৎসব প্রেমী মানুষ রঙ-বেরঙের পোশাক পড়ে এই র্যালিতে অংশ নেন। বাংলা সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য ও চিত্রকর্ম প্রদর্শন ও বাদ্য বাজিয়ে তারা এগিয়ে যান অনুষ্ঠানের মূল ভেন্যু ভিক্টোরিয়া পার্কে। সুবিশাল এই ভিক্টোরিয়া পার্কে সকাল থেকেই ছিল মানুষের সমাগম।

দুপুর হতে না হতেই পুরো মেলা প্রাঙ্গন ভরে উঠে। শুধুমাত্র ব্রিটেনের প্রবাসী বাঙালিরা নয়, সারা ইউরোপ থেকেই অসংখ্য প্রবাসী বাঙালী জড়ো হয়েছিলেন মিলন মেলায়। মেলায় কি ছিল, কি নেই, কি থাকা উচিত ছিল এসবের চেয়েও বড় হয়ে উঠে ছিলো এই মিলন মেলা। বহুদিন পর, বহুদুর থেকে আসা, বহুজনের সাথে দেখা সাক্ষাতে জমজমাট আড্ডায়, খাওয়া-দাওয়া, কেনা-কাটায়, সংগীতানুষ্ঠান আর নৃত্যে, র্যালীতে মেলা ছিল প্রাণের জোয়ারে টইডুম্বুর।

এই বৈশাখী মেলার আয়োজক ছিল টাওয়ার হ্যামলেট কাউন্সিল ও বৈশাখী মেলা ট্রাস্ট। বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হক বললেন, সফলভাবে বৈশাখী মেলা শেষ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। বৈশাখী মেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এবারের মেলায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, দরদী কণ্ঠের লিজা ও আশিক। এছাড়াও লন্ডনের স্থানীয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশণ করেন।

মেলায় বিভিন্ন ধরনের ষ্টল, খাবারের দোকান সহ প্রায় ২ শতাধিক ষ্টল স্থান পেয়েছে। মেলায় শিশু-কিশোরের জন্য ফান-ফেয়ারেরও আয়োজন ছিল। এবারের বৈশাখী মেলা সরাসরি সম্প্রচার করে এনটিভি। বৈশাখী মেলার এবারের মিডিয়া পার্টনার ছিল এনটিভি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024