শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঐক্যবদ্ধ কমিউনিটি ও টাওয়ার হ্যামলেটসকে সামনে এগিয়ে নিতে হলে লেবারের বিকল্প নেই। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উপনির্বাচনে লেবার প্রার্থী জন বিগসের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে ভোটারদের প্রতি আহবান জানান তিন বাঙ্গালী এমপি রুশনারা আলী এমপি, টিউলিপ সিদ্দিক এমপি ও রুপা হক এমপি।
গত ৬ই জুন সকালে ইষ্ট লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত নির্বাচনী সমাবেশে ভোটারদের প্রতি এ আহবান জানান। তারা বলেন, টাওয়ার হ্যামলেটসের ম্যালটি ক্যালচারাল সোসাটির বন্ধনকে আরো শক্তিশালী করতে হলে জনবিগসের বিকল্প নেই। আগামী ১১জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙ্গালী অধ্যূসিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উপনির্বাচন। এই নির্বাচনে মোট ১০জন প্রার্র্থী অংশ নিলেও মূলতঃ লেবার প্রার্থী জনবিগস ও অপসারিত মেয়র লুৎফুর রমানের সমর্থিত প্রার্থী রাবিনা খানের মধ্যে প্রতিদন্ধিতা হবে।
এই নির্বাচনকে সামনে রেখে লেবার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ডজন খানের লেবার এমপি জনবিগসের পক্ষে প্রচারনায় নেমেছেন। সাধারন ভোটাররাও মনে করছেন লুৎফুর রহমান বাঙ্গালীর কপালে যে কলংকের তিলক লেপন করেছেন তার থেকে বেরিয়ে আসতে হলে লেবার প্রার্থীকে বিজয়ী করা উচিত।
এখানে উল্লেখ্য যে গত মাসে টাওয়ার হ্যামলেস এর প্রথম বাঙ্গালী নির্বাহী মেয়র লুৎফুর রহমান ভোট জালিয়াতি, দুর্নিতি স্বজনপ্রীতি ও ধর্মীয় অনুভ‚তিকে কাজে লাগিয়ে কয়েকজন ঈমাম কর্তৃক ভোটাদের আকৃষ্ট করা সহ কয়েকটি অভিযুগে আদালত তাঁকে দোষী সাব্যস্থ করে অপসারন করে।