শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডে অবস্থিত পুরনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ইউকে শাড়ি এবং ইউকে জুয়েলারী সপ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়েছে ১৩ই জুন শনিবার।
আগামী রমযানের ঈদ উপলক্ষ্যে এবং ক্রেতাদের সুপরিসরে শপিং সুবিধার্থে এই উদ্যেগ নিয়েছেন বলে জানানা প্রতিষ্ঠানের এমডি আহফাজ মিয়া। তিনি শীর্ষবিন্দু বলেন, সোনার দোকান আগে ভেতরে এবং ছোট পরিসরে থাকায় ক্রেতাদের সংকুলানসহ জুয়েলারী প্রদর্শনে বেগ পেতে হতো। অবশ্য আমাদের আগের সোনার দোকান বৃহৎ পরিসরে ছিল যেখানে এক সাথে অনেক ক্রেতা তাদের ইচ্ছে মতো জুয়েলারী দেথতে এবং কিনতে পারতেন।
তাই আমরা সে কথা চিন্তা করে এবং ক্রেতাদের চাহিদা পূরণে একই দোকানে শাড়ি এবং স্বর্ণের দোকান বৃহৎ আকারে করতে বাধ্য হই। আশা করি ক্রেতারা এখানে শপিং করে আনন্দ পাবেন। এবং আগের চেয়েও বেশি শপিং করবেন।
প্রতিষ্ঠানের আরেক কর্ণধার আলতাব মিয়া জানান, নতুনভাবে এই স্টাইলে আমাদের দোকান সাজানোর ফলে ক্রেতারা এক সাথে শাড়ি এবং স্বর্ণ ক্রয় করে আন্দদিত হবে। ঠিক মধ্যখানে ক্রেতাদের চলাচলের রাস্তা আর দুই পাশের মধ্যে এক পাশে শাড়ি আর অন্য পাশে রকমারী আকর্ষনীয় স্বর্ণের বাহার সত্যিই ক্রেতাদের মুগ্ধ করবে। আর ক্রেতারা আকৃষ্ট হয়ে বেশি বেশি কিনবেন বলে আশা করছেন প্রতিষ্ঠানের এই কর্ণধার।