শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সৌদি আরবসহ বিশ্বের ১৮টি দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। গতকাল মঙ্গলবার সৌদি আরবের সুপ্রীম কোর্ট এ ঘোষণা দেন।
এই ঘোষনার প্রেক্ষিতে লন্ডনেও আগামীকাল বৃহস্পতিবার থেকে রামাদ্বান মাস শুরু হবে।
দেশটির গণমাধ্যম জানায়, সৌদি আরব ছাড়াও কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানদের বুধবার মধ্যরাতে সেহরি খেতে হবে। এছাড়া বৃহস্পতিবারে থেকে রমজান শুরু হবে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের দেশ ফ্রান্স এবং বেলজিয়ামে।