রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৮

ডেপুটি লিডার পদে পিছিয়ে গেলেন রুশনারা আলী: শেখ হাসিনার অনুষ্ঠানে না যাওয়ায় ভোট দেননি টিউলিপ

ডেপুটি লিডার পদে পিছিয়ে গেলেন রুশনারা আলী: শেখ হাসিনার অনুষ্ঠানে না যাওয়ায় ভোট দেননি টিউলিপ

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের লেবার দলের ডেপুটি লিডার পদে প্রতিদ্ধন্দ্বীতায় প্রার্থী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রুশনারা আলী। বেশ জোরেশোরে চালিয়েছিলেন প্রচারণা।

কিন্তু সেখানে সর্বোচ্চ ৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন টম ওয়াটসন। তারপরই আছেন যথাক্রমে কার্লোনা ফ্লিন্ট (৪৩ ভোট), অ্যাঞ্জেলা এগলি (৩৮ ভোট), স্টেলা ক্রেসি (৩৫ ভোট), বেন ব্রাডশো (৩৭ ভোট)।

অন্যদিকে কম ভোট পেয়ে তার পরেই আছেন রুশনারা আলী (২৪ ভোট)। বৃটেনের নিউস্টেইটমেন্টস পত্রিকা ভোটের বিস্তারিত প্রকাশ করেছে। সেখানে তারা উল্লেখ করেছে, আরেক বাঙালি এমপি টিউলিপ সিদ্দিক সমর্থন জানিয়েছেন এঞ্জেলা এগলিকে।

এখানে উল্লেখ্য যে, গত ১৫ জুন প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে দাওয়াত পেয়েও অনুপস্থিত ছিলেন রুশনারা আলী ও রূপা হক। রুশনারাকে টিউলিপের ভোট না দেয়ার কারণ হিসাবে এই বিষয়টিকে উল্লেখ করছে অনেকেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024