মুনজের আহমদ চৌধুরী: লন্ডনে যুবদল নেতার মামলায় গ্রেফতার হয়ে দিনভর আটক ছিলেন আরেক যুবদল নেতা। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান।
যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি টিপু আহমদকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। রবিবার হোয়াইট চ্যাপেলের জুবিলী ষ্টিট্রের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে টিপুর পরিবারের সদস্যরা জানান। পরে সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মামলার অভিযোগকারী হিসেবে লন্ডনের বহুল আলোচিত যুবদল নেতা সোয়ালেহীন করিমের নাম রয়েছে।
একটি সুত্র জানায়, ২০১৪ সালের ডিসেম্বরে দলীয় সভায় যুবদলের দুগ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় টিপু সহ যুবদলের কয়েকজনের বিরুদ্ধে পুলিশের কাছে তখন তাকে মারপিটের অভিযোগ দায়ের করেন সোয়ালেহিন। তবে সোয়ালেহীন চৌধুরী রোববার এ প্রতিবেদকের সাথে আলাপকালে দাবী করেন, ঐ বিষয়টি অনেক আগেই মিমাংসা হয়ে গেছে।
উল্লেখ্য, টিপু বর্তমানে যুক্তরাজ্য যুবদলের বিদ্রোহী অংশের নেতৃত্বে রয়েছেন। অন্যদিকে সোয়ালেহিন যুক্তরাজ্য যুবদলের আহবায়ক দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।