শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৪

সেপ্টেম্বর থেকে নাইট টিউব চালু করছে লন্ডন আন্ডারগ্রাউন্ড

সেপ্টেম্বর থেকে নাইট টিউব চালু করছে লন্ডন আন্ডারগ্রাউন্ড

শীর্ষবিন্দু নিউজ: আগামী সেপ্টেম্বর থেকে ২৪ ঘন্টা টিউব সার্ভিস চালু করতে যাচ্ছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফল)।

আপাতত শুক্রবার পুরো রাত এবং শনিবার ও রোববার খুব ভোর রাত থেকে এই সেবা প্রধান করবে টিএফএল কতৃপক্ষ ক্রমান্বয়ে তা বিস্তৃত করা হবে। তবে তা পরো আন্ডারগ্রাউন্ডে নয় কিছু বিশেষ লাইনে এই সুবিধা থাকবে যেখানে বেশি লোক সমাগম হয় সারা রাত জুড়ে।

বিশেষ ব্যবস্থার আন্ডারগ্রাইন্ড ট্রেন লাইনগুলো হচ্ছে- সেন্টাল লাইন, জুবিলি লাইন, নর্দান লাইন, পিকাডিলি লাইন ও ভিক্টরিয়া লাইন।

টিএফএল কতৃপক্ষ জানায়, শুক্রবার পুরো রাত এবং শনিবার ও রোববার খুব ভোর রাত থেকে ইলিং ব্রড ওয়ে থেকে হ্যানল্ট পর্যন্ত এই সার্ভিস থাকবে। জুবিলি লাইন পরোটা এই সময়ের মধ্যে চালু থাকবে। পিকাডিলি লাইন ককফস্টার থেকে হিথরো টার্মিনাল ফাইভ পর্যন্ত থাকবে। ভিক্টরিয়া লাইন পুরোটা এই সময় খোলা থাকবে। আর নর্দান লাইন মিল হিল ই্ট এবয়ং ব্যাংক এবং রুটে চলাচল করবে। পরবর্তীতে এই রুটের সেবা আরো বৃদ্ধি পাবে বলে জানায় টিএফএল কতৃপক্ষ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024