শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে মুসলমানদের গর্ব ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার মধ্যখানে অবস্থিত ইয়াহুদি ধর্মাবলম্বীদের সিনাগগ (গীর্জা) মসজিদের জন্য ক্রয়ের ইচ্ছা প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলা মিডিয়ায় সামনে এ তথ্য জানান মসজিদ কতৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যে সিনানগগ কতৃপক্ষ ও ইস্ট লন্ডন মসজিদ কতৃপক্ষের মধ্যে এটি চুক্তি সম্পাদন হয়েছে। তাদের সাথে মসজিদ কৃতপক্ষের একটি ভাল সুসম্পর্ক থাকায় তারা সিনানগগ কতৃপক্ষ প্রথমেই মসজিদ কতৃপক্ষকে এই সিনাগগটি কেনার ব্যাপারে প্রথমেই মসজিদ কতৃপক্ষকে জানানো হয়। এজন্য সিনাগগটি আগামী জুলাইয়ের মধ্যে কেনান ব্যাপারে সকল প্রক্রিয়া শুরু করতে বলে জানান কতৃপক্ষ।
অন্যথায় তারা একটি মার্কেটে বিক্রি করে দেবে বলে জানায়। আর এর মূল্য বাবাদ দেড় মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। যা কমিউনিটির সকলের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে জানান মসজিদ কতৃপক্ষ। আগামী শনিবার ২৭শে জুন চ্যানেল এস বিশেষ লাইভ ফান্ডরেইজিং অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে পরদিন ফজর পর্যন্ত এই লাইভ অনুষ্ঠানে ফোন করে আর্থিক সাহায্য সহযোগিতা করতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।