শীর্ষবিন্দু নিউজ: গত বুধবার হয়ে গেল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফুল মিটিং। আর এ মিটিং সদ্য নির্বাচিত মেয়র জন বিগস ঘোষণা দেন তিনি মেয়র হিসেবে গাড়ি ব্যবহার করবেন না। তাকে নির্বাচিত করায় বারার সকল বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস।
গত পাচ বছরের সকল সমস্যা সামনে রেখে কাজ করতে এবং আগামী দিনকে সুন্দর স্বার্থকময় করতে তিনি বারার সকল নাগরিকদের কাছে সহযোগিতা চান। একই সঙ্গে টাউন হলের মেয়রস পার্লারসটি স্পীকারকে ফিরিয়ে দেয়া হয়। আর এবারও দ্বিতীয়বারের মতো কাউন্সিলের স্পীকার নির্বাচিত হয়েছেন আব্দুল মুকিত চুনু এমবিই।