শীর্ষবিন্দু নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেল স্টেশনের কাছে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্টনার কারণ তিনি জানাতে পারেননি।
জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কসবা স্টেশনের আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছানোর পর ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বগিগুলো কাত হয়ে গেলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত পাঁচজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
কেবিন মাস্টার আতাউর রহিম জানান,
কেবিন মাস্টার আতাউর বলেন, দুর্ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে আতাউর রহিম জানান।
WARNING:
Leave a Reply