শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৪

মানবতাবিরুধীদের সর্বোচ্চ সাজা ও সম্পদ বাজেয়াপ্ত করতে যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মুল কমিটি আহবান

মানবতাবিরুধীদের সর্বোচ্চ সাজা ও সম্পদ বাজেয়াপ্ত করতে যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মুল কমিটি আহবান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুদ্ধাপরাদের বিচার শুরু হয়েছে আমাদের দাবি প্রতিটি মানবতাবিরুধী অপরাধীর সর্বোচ্চসাজা ও সেই সাথে তাদের সম্পদও বাজেয়াপ্ত করতে হবে। গতকাল ২৬জুন বিকেলে ইষ্টলন্ডনের ব্রিকলেনের একটি রেষ্টুরেন্টে ঘাতক-দালাল মির্মুল কমিটি যুক্তরাজ্য শাখা আয়োজিত শহীদ জননীর ২১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এদাবী জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রেসমিনিষ্টার নাদিম কাদির শহীদ জননীর স্মৃতিচারন করে বলেন আমি এখানে এসেছি একজন শহীদের সন্তান হিসেবে। তিনি বলেন শহীদ জননীর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে হলে শহীদ জননী মুক্তিযুদ্ধের চেতনার যে মশাল আমাদের হাতে তুলে দিয়েছিলেন সেই মশাল বহন করে আমাদের সম্মুখপানে এগুতে হবে।

সভায় উপস্থিত বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে তেইশ বছর আগে ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী-সা¤প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের যে নাগরিক আন্দোলন সূচিত হয়েছিল বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত। আমাদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি— যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবং ৭২-এর সংবিধানের চার মূলনীতি পুনঃপ্রবর্তন করা হয়েছে। তবে পঞ্চদশ সংশোধনীর পর জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ কর্তৃক জারিকৃত বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে রয়ে গেছে যা মুক্তিযুদ্ধের চেতনা এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সংবিধানের এই গোঁজামিলের প্রতিফলন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে।

উপস্থিত বক্তারা আরো বলেন, কায়িকভাবে মাত্র আড়াই বছর আমাদের আন্দোলনের নেতৃত্বে ছিলেন শহীদজননী জাহানারা ইমাম। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪-এর ২৬ জুন তিনি মৃত্যুবরণ করেন। শহীদজননী মুক্তিযুদ্ধের চেতনার যে মশাল আমাদের হাতে তুলে দিয়েছিলেন নতুন প্রজন্ম তা বহন করে এগিয়ে চলেছে কাক্সিক্ষত লক্ষ্যের দিকে।

ঘাতাক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার সহসভাপতি প্রবীণ সাংবাদিক ইসহাক কাজলের সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক জামাল আহমদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ মিশনের প্রেসমিনিষ্টার শহীদ মুক্তিযুদ্ধার সন্তান ও ঘাতাক দালাল নির্মুল কমিটির ফাউন্ডার সদস্য হাসনা হেনার সুযোগ্য সন্তান সাংবাদিক নাদিম কাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

সভায় বক্তব্য রাখেন সাবেক প্রেস মিনিষ্টার সাংবাদিক আবু মুসা হাসান, ঘাতক-দালাল মির্নুল কমিটির কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, ইউকে নির্মুল কমিটির সহসভাপতি সৈয়দ এনামুল ইসলাম, ইউকে নির্মুল কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইউকে নিমূল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুষ্পিতা গুপ্তা, ইউকে নির্মুল কমিটির ফাউন্ডার সভাপতি জুলি বেগম, সাংবাদিক শাহাব উদ্দিন বেলাল, যুক্তরাজ্য গণজরণ মঞ্চের অজয়ন্তা দেব রায়, রিয়া মোহাইমিনি, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একাউনটেন্ট মাহমুদ এ রউফ, ইউকে নির্মূল কমিটির প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী এনামুল হক, ইউকে নির্মুল কমিটর কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, শেখ কামাল স্মৃতিসংসদ ইউকের সভাপতি সাবেক ছাত্রনেতা আলতাফুর রহমান চৌধুরী মিতা প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024