রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫০

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের লাইভ ফান্ড রেইজিং ২রা জুলাই

বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের লাইভ ফান্ড রেইজিং ২রা জুলাই

শীর্ষবিন্দু নিউজ: সিলেটের বিয়ানীবাজারে অবস্থিত ক্যান্সার হাসপাতালের জন্য আরো অর্থ সহায়তার লক্ষে আগামী ২রা জুলাই ১৫ই রামাদ্বান লাইভ টিভি ফান্ড রেইজিং অনুষ্ঠিত হবে চ্যানেল এস স্কাই ৮১৪ চ্যানেলে। এদিন বিকাল ৫টা থেকে পরদিন ভোররাত পর্যন্ত চলবে লাইভ ফান্ড রেইজং।

সেবামূলক প্রতিষ্ঠান বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের সিইও মোহাম্মদ সাব উদ্দিন শীর্ষবিন্দুকে বলেন, প্রথম ধাপের অংশ হিসেবে সচেতনতা মূলক ও স্বাস্থ্য সেবা সেন্টার উদ্বোধন হয়েছে গত ফেব্রুয়ারীতে। যা চলমান রয়েছে এখনো। প্রায় ৬০০০ হাজারের বেশি পরিবাকে আমরা সেবা দিতে পেরেছি এখন পর্যন্ত। যা সত্যিই আনন্দের ব্যাপার পুরো সিলেটবাসীরে জন্য।

কিন্তু, আমাদের এখনো আরো প্রচুর টাকা দরকার যা আমরা পুরোপুরি সেবা হিসেবে অন্যান্য সেবাগুলো এখনো চালু করতে পারিনি। আর তাই সম্মানিত ট্রাস্ট্রিদের প্রতি দৃষ্টি আকর্ষন করে বলছি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের লাইভ টিভি ফান্ড রাইজং আপিল নিয়ে চ্যানেল এস এর স্কাই ৮১৪ আমরা আপনাদের সামনে হাজির আগামী ২রা জুলাই ১৫ই রামাদ্বান।

পুরো ব্রিটেন, ইউরোপ, আমেরিকাসহ পুরো বিশ্ববাসী সাবার কাছে উদাত্ত্ আহবান থাকবে সকলে মুক্ত হস্তে আপনাদের দান, জাকাত দিয়ে এগিয়ে এসে বিয়ানীবাজারে ক্যান্সার হাসপাতালের কার্যক্রম এগিয়ে নিয়ে পূর্ণাঙ্গ সফল রুপ দিতে সকলের সাহায্যর হাত প্রসারিত করার জ্ন্য বিনীত অনুরোধ জানান মোহাম্মদ সাব উদ্দিন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024