শীর্ষবিন্দু নিউজ: কমিউনিটিরি বিশিষ্ট ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়দের উপস্তিতিতে চ্যারিটি সংগঠন গোলাপগঞ্জ হ্যালপিং হেন্ডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল গত ২৯শে জুন সোমবার পূর্ব লন্ডনের একটি ব্যংকুয়েটিং হলে।
সভাপতি ফেরদৌস আলমের সভা্পতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিন মাহমুদ এর পরিচালনায় সভার শুরুরতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহ মোস্তাফিজ আহমেদ। পরবতীতে ইফতারের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়্
সভায় বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য আক্তার হোসেন, আনোয়ার শাহজাহান, মাসুদ আহমদ, বেলাল হোসেন, সাহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদসহ আরো অনেকে।
কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিদেরর মধ্যে উপস্থিতত ছিলেন টাওয়ার হ্যমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি কাউন্সিলার মেয়র অহিদ আহমদ, বর্তমান ডেপুটি স্পিকার কাউন্সিলার রাজিব আহমদ, আনোয়ার হোসেন, এমদাদ হোসেন টিপু, ব্যবসায়ী হারুন মিয়া, রাজনীতিবিদ শায়েস্তা চৌধুরী কুদ্দুস, কয়সর আহমদ, আবুল কালাম আজাদ, সাংবাদিক মুসলেহ উদ্দিন প্রমুখ।