শীর্ষবিন্দু নিউজ: চ্যারিটি সংগঠন আপাসেন ইন্টারন্যাশনার এর লাইভ টিভি ফান্ড রাইজিং আগামীকাল ২রা জুলাই ১৫ রামাদ্বান। এটিএন বাংলা ইউকে চ্যানেল ৮২৭ এ লাইভ ফান্ড রাইজিং শুরু হবে বিকাল ৬া থেকে পরদিন ভোর রাত ৩টা পর্যন্ত।
আপাসেন ইন্টারন্যাশনার সিইও মাহমুদ হাসান এমবিই শীর্ষবিন্দু বলেন, তারা মূলত বাংলাদেশের অসহায় দুস্থ গরিব শিশুদের জন্য কাজ করেন। এরমধ্যে বিশেষভাবে উল্লেখ্যযোগ্য অক্ষম শিশু অটিজম রোগসহ শারিরিক অন্যান্য সমস্যা নিয়ে তারা কাজ করেন।
আর এই্ মহৎ কাজগুলো চালিয়ে যেতে ব্রিটেন, ইউরোপসহ বিশ্ব্যবাপী ছড়িয়ে থাকা সকল ব্যাক্তিদের কাছে এই মহতী কাজে শরিক হয়ে সাহায্যর হাত প্রসারিত করতে অনুরোধ জানানো হয়েছে।