শীর্ষবিন্দু নিউজ: আগে থেকে ঘোষনা দিয়ে আসছিলেন সাংবাদিকদের সাথে বসবেন। এই ঘোষনার প্রেক্ষিতে বৃহস্পতিবার লন্ডনের গনমাধ্যমের কর্মীদের সাথে ইফতার করলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
ব্রিকলেনের সোনারগাও রেস্টুরেন্টে বিকাল ৮টা থেকে শুরু হওয়া ইফতার পূর্ব আলোচনা সভা, প্রশ্নত্তর পর্ব। এরপর ইফতারের পর চলে আরো ঘন্টা খানেক প্রশ্নত্তর পর্ব। সাথে চমৎকার আড্ডা দিযে জমিয়ে রাখেন তারেক রহমান।
আয়োজিতে ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। ইফতার মাহফিলে লন্ডনের প্রায় ুই শতাধিক সংবাদ কর্মী ছাড়াও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনসহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় গণমাধ্যমরে কর্মীরা প্রশ্নের জুড়ি ছুড়ে দেন। যার উত্তরে রসিকতা করে উত্তর দেন তারেক। মাঝে মাঝে পাল্টা প্রশ্নও ছুড়ে দেন সাংবাদিকদের প্রতি তারেক। মিডিয়া কর্মীদের বাংলাদেশের বর্তমান সত্যতা তুলে ধরে সংবাদ পরিবেশন করতে আহবান জানান তারেক রহমান।