শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে অন্যান্য বারার তুলনায় হেলদি স্কুল লন্ডন এওয়ার্ড পেয়েছে টাওয়ার হ্যামলেটস বারা স্কুলগুলো । গত ২২ জুন এক্সেল সেন্টারে অনুষ্ঠিত এই এওয়ার্ড প্রদান করা হয়।
যে সকল স্কুল তাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সুস্পষ্ট অঙ্গিকার তুলে ধরেছে, তাদের স্বীকৃতি দিতে মেয়র অব লন্ডনের উদ্যেগের অংশ হিসেবে এই অওয়ার্ড অনুষ্টানের আয়োজন করা হয়। অন্য সকল বারার তুলনায় অধিক সংখ্যাক ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড এওয়ার্ড লাভ করেছে টাওয়ার হ্যমলেটস।
হেলদি স্কুলস এবং হেলদি আর্লি আওয়ার্স সেলিব্রেশন ইভেন্টে এই এওয়ার্ড অনুষ্ঠান উদ্বোধন করেন টাওয়ার হ্যমালেটসের সদ্য নির্বাচিত মেয়র জন বিগস। এ সময় মেয়র বিগস বলেন, টাওয়ার হ্যামলেটসের জনস্বাস্থ্যর উন্নয়নে আমাদের সকলের ভুমিকা রাখার সুযোগ রয়েছে। আমাদের বারার স্কুলগুলো গোটা লন্ডনের মধ্যে স্বাস্থ্য ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে দেথে আমি খুবই সন্তুষ্ট।