মাওলানা এম এ করিম ইবনে মছব্বির: ইসলামের ইতিহাসে অনেক বিজয়ই অর্জিত হয়েছে রমজান মাসে। এ ছাড়া তালুত যখন শত্রুদের মোকাবিলা করতে উদ্যত হলো তখন মহান আল্লাহ তার অনুসারীদের নদীর পানি পান করা থেকে বারণ করে পরীক্ষা করলেন।
ইরশাদ হচ্ছে, অতঃপর তালুত যখন সৈন্য-সামন্ত নিয়ে বাহির হলো তখন বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত নয়। আর যে লোক তার স্বাদ গ্রহণ করল না নিশ্চয়ই সে আমার লোক। (সূরা বাকারা, আয়াত-২৪৯) এ ছাড়া মানবীর গুণাবলীর অন্যতম উপাদান সংযম ও তাকওয়া উপহার দেয়ার জন্যই যুগে যুগে ফরজ করা হয়েছে রোজা।
এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের ওপরও রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার। (সূরা বাকারা, আয়াত-১৮৩) রোজার মাধ্যমে রোজাদারদের জীবনে নেমে আসুক অনাবিল শান্তি, বিকশিত হোক মানবতা ও অর্জিত হোক মহান আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত এই মুনাজাত আমাদের।