শীর্ষবিন্দু নিউজ: লোকটির গায়ে কালেমা খচিত ইসলামিক স্টেটের (আইএস) কালো পতাকা। তার কাঁধে বসে আছে একটি শিশু। তার হাতেও আইএসের একটি ক্ষুদ্র পতাকা।
লুকিয়ে-চুরিয়ে নয়; প্রকাশ্যে লন্ডনে পার্লামেন্ট হাউজের পাশের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন তিনি। তাকে দেখে বেশ ভড়কেই গিয়েছিলেন আশেপাশের লোকজন। সোমবার ব্রিটিশ দৈনিক দ্যা ইন্ডিপেন্ডেন্ট তাদের অনলাইন সংস্করণে এ তথ্য জানিয়েছে।
সেন্ট্রাল লন্ডনে জঙ্গিদের বোমা হামলার ১০ বছর পূর্তির ঠিক আগের দিন এ ঘটনা ঘটলো। ওই হামলায় ৫২ জন নিহত হয়েছিল। এক পর্যটক আইএসের পতাকা জড়ানো ওই ব্যক্তির ছবি তুলে তা কোরিয়ান ওয়েব ফোরামে পোস্ট করেছেন। পুলিশ অবশ্য প্রথমে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেছিল। তবে তাকে আটক করা হয়নি। কারণ আইন অনুযায়ী, কোন পতাকা বহন করা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না।
মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেন- গণ আদেশ অ্যাক্টের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনায় রেখে লোকটির সঙ্গে পুলিশ কর্মকর্তারা কথা বলেছেন। তবে লোকটি যেহেতু আইনের মধ্যে থেকেই কাজ করেছেন তাই সিদ্ধান্তটি কর্মকর্তারাই নিয়েছেন। তাকে আটক করা হয়নি।