শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে বসবাসরত দি এইডেড হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যেগে প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দি এইডেড হাই স্কুল সামার ফুটবল টুর্ণামেন্ট ২০১৫।
আগামী ২ই আগষ্ট রোববার এই্ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডনের মাইল্যান্ড পার্কে। ঠিকানা: Mile End Play Pavilion, Locksley Street, London E14 7EJ. Tel: 020 7364 6108
ব্রিটেন জুড়ে ছড়িয়ে থাকা সকল প্রাক্তন ছাত্রদের এই ফুটবল টুর্ণামেন্টে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।