রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:১৪

বিমানের পেছনের সিট থেকে তরুণীকে সুড়সুড়ি অতপর… (ভিডিও)

বিমানের পেছনের সিট থেকে তরুণীকে সুড়সুড়ি অতপর… (ভিডিও)

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইভ টিজিং এবং ধর্ষণ ভারতে ক্রমেই মহামারি আকার ধারণ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, ভূমি ছাড়িয়ে ইভ টিজিং হচ্ছে আকাশেও!

আলোচ্য ঘটনাটি এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটের। সামনের সিটে বসা একটি মেয়েকে বারবার সিটের মাঝখানের ফাঁকা অংশ দিয়ে খোঁচা দিচ্ছিল (সুড়সুড়ি) পেছনের সিটের এক লোক। এই লোকটি অত্যন্ত ধনী এবং পরিচিত বলে দাবি করেন প্রতিবাদী মেয়েটি।

এই ঘটনা সম্পর্কে পরে এই প্রতিবাদী মেয়ে লিখেছেন, আমি বেশ কয়েকবার লক্ষ্য করলাম উনি সিটের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে আমাকে ধরার চেষ্টা করছেন। প্রথমে আমি কিছু বুঝে উঠতে পারিনি। কিন্তু পরক্ষণেই আমি তীব্র প্রতিবাদ করলাম। সব লোক জড়ো হয়ে গেলো। লোকটি ভেবেছিলো অন্য মেয়েদের মত আমিও চুপ করেই থাকবো।

কিন্তু আমি প্রতিবাদী হওয়াতেই সে বারবার সরি বলতে লাগলো। কিন্তু আমি তাতে বসে গেলাম না। এফআইআর করলাম তার বিরুদ্ধে। সে এখন পুলিশ হেফাজতে আছে।

[youtube id=”nD1XfpJZ338″ width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025