সরকারি নিষেধাজ্ঞার পর বুধবার ঢাকায় বিরোধীদল বিএনপি প্রথম সভা করেছে। কাতার ভিত্তিক গালফ টাইমসের এক খবরে এ কথা বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করে দেয়। যে নির্বাচন ২০১৪ সালের জানুয়ারি মাসে হওয়ার কথা রয়েছে।
সংবাদ সংস্থা এএফপি’র বরাতে পত্রিকাটি এ সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ হাজার মানুষের এ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না। ব্যাপক করতালির মাঝে তিনি ঘোষণা দেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।
Leave a Reply