সিলেটের আলমপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা শুরু হবে বলে জানিয়েছে সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন অফিস। ফলাফল ঘোষণার সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানায় সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটে ৮০ শতাংশ ভোট পড়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় এ ফলাফল ঘোষণা শুরু করবেন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের রিটার্নিং অফিসার এজহারুল ইসলাম।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮৬৫ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৮১ জন। সিটি করপোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার ৭ নম্বর ওয়ার্ডে। ৭ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ৯শ’ ৩৮ জন। এই ওয়ার্ডে ৮ হাজার ২৮১ জন মহিলা এবং ৮ হাজার ৬৫৭ জন পুরুষ ভোটার রয়েছেন।
Leave a Reply