কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম চার সিটি করপোরেশনের ফল বিশ্লেষণ করে বলেছেন, এই নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে, মানুষের উপর, মুসলমানের উপর গুলি চালানো ভাল না। যা খুশি তাই বলা ভাল না। স্থানীয় প্রার্থীদের সমস্যার জন্য পরাজয় হয়নি। আওয়ামী লীগ পরাজিত হয়েছে জাতীয় ব্যর্থতার জন্য। সরকারের প্রতি জনগণ অনাস্থা প্রকাশের সুযোগ পেয়েছে। তারা দেখিয়ে দিয়েছে। জাতীয় নির্বাচনেও তাই হবে বলে তিনি মন্তব্য করেন।
মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। নির্বাচনকালীন সরকারের প্রশ্নে সরকারের ভূমিকা কি হওয়া উচিত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন এক নয়। সরকার এই কথাটা মানতে চায় না। কিন্তু এই কথাটা আমরাও বলে আসছি। এখন দেশের জনগণও বলেছে। সরকারের কথায় তো আর দেশ চলবে না। দেশ চলবে জনগণের কথায়। আমরা সরকারের কাছে দাবি করছি সমঝোতায় আসার। সরকার তো দেশের মালিক নয়। তারা হল সেবক। খাদেমের মতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশের যে সরকারই আসে তারা মালিকের মতো আচরণ করছে।
Leave a Reply